ফেনীর স্টার লাইন ফুড কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক, ফেনী
- আপডেট সময় ০৩:৫০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ফেনীর স্টার লাইন ফুড প্রোডাক্ট কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সোয়া ৪টা) আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফেনী ও আশপাশের বিভিন্ন এলাকার থেকে আসা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
ফেনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি এতথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
কারখানাটি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের ফেনী মাইজদী সড়কের পাশে অবস্থিত।