কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা
- আপডেট সময় ১২:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে এ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর।
এতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিভিন্ন উপকমিটি গঠন করে যথাযথভাবে দায়িত্ব পালন করার অনুরোধ জানানো হয়। এছাড়া শিশুদের আবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে বক্তব্য রাখন, সহকারী কমিশনার (ভূমি)আল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যাম আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহ কামাল পারভেজ, সাংবাদিক এহসানুল আলম খসরু প্রমুখ।
এরআগে সভার শুরুতে মহান ভাষা আন্দোলনের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পসলন ও দোয়া করা হয়।
সভায় সরকারি দফতরের কর্মকর্তাগণ, সাংবাদিক, শিক্ষক, ইউনিয়ন পরিষদের সচিবসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।















