সরকারের অর্জন থাকলেও নির্বাচন ব্যবস্থার উন্নতি হয়নি: কাদের মির্জা

- আপডেট সময় ১০:৩৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের সব অর্জন থাকলেও নির্বাচন ব্যবস্থার এখনো কোনো উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ৩নং চরহাজারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাদের মির্জা বলেন, ‘মানুষকে আমি ভোটের লাইনে এনেছি। এখন তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি সত্য কথা বললে অনেকের রোষানলে পড়তে হয় তার পরও সত্য আমি বলবো।’
তিনি জোর দিয়ে বলেন, ‘এ সরকারের সব অর্জন আছে কিন্তু ভোটের (নির্বাচন) ব্যবস্থার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি। এটার পরিবর্তন করতে হবে। আজকে কিছু অপরাজনীতির হোতাদের কারণে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে না। এ ব্যবস্থার পরিবর্তন করতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, যুক্তরাষ্ট্র প্রবাসী এ এস এম মাঈন উদ্দিন পিন্টু, নবনির্বাচিত চেয়ারম্যান এ জেড এম মহিউদ্দিন সোহাগ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মুন্না প্রমুখ।