ভালোবাসা দিবসে বিরল প্রজাতির ৫০ পাখি মুক্ত আকাশে
- আপডেট সময় ০৭:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৪৩৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ খাঁচায় বন্দি করে বিক্রির জন্য জড়ো করা বিভিন্ন বিরল প্রজাতির ৫০ পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছে উপকূলীয় বন বিভাগ। এরমধ্যে একটি ডাহুক, চারটি শালিক ও ৪৫টি ঘুঘুসহ মোট ৫০ টি পাখি রয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভালোবাসা দিবসে গোপন সংবাদে খবর পেয়ে দুপুরে চৌমুহনীর ভেতর বাজার থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। পরে বিকেলে বনবিভাগের জেলা কার্যালয়ের মাঠে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।
নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, দিন দিন পশুপাখির প্রতি আমাদের ভালোবাসা হারিয়ে যাচ্ছে। আজকে ভালোবাসা দিবসে খবর পেয়ে পাখিগুলো উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়েছে। এতে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করি।
মো. ফরিদ মিঞা আরও বলেন, ডাহুক, ঈগলসহ এসব পাখি খুব একটা দেখা যায় না। অনেকটাই বিলুপ্তির পথে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ পাখি সংরক্ষণ করা খুবই জরুরি হয়ে পড়েছে। পাখি শিকারিদের উৎপাত বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পাখিগুলো ধরে আনা দুই যুবককে ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
বনবিভাগ কার্যালয় সূত্র জানায়, এর আগে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকালে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের বৈদ্যুতিক তারে আটকা পড়ে একটি বিরল প্রজাতির ঈগল পাখি। খবর পেয়ে সেটিকে বন বিভাগ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে একই সাথে অবমুক্ত করেছে।
পাখি অবমুক্তির সময় বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল, সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, সদর রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।