কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচন
মুছাপুরের শাহীন চৌধুরীর নারী কর্মীর বাড়িতে হামলার অভিযোগ
- আপডেট সময় ০৭:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫১২ বার পড়া হয়েছে
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সমর্থিত মুছাপুরের ইউপি নির্বচনের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলীর উপস্থিতিতে প্রতিপক্ষের নারী কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বাংলা বাজারে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মুছাপুরের চেয়ারম্যান ও মোটর সাইকেল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম শাহীন চৌধুরী।
তিনি বলেন, ‘নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন (২৩ জানুয়ারি) থেকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার লোকজন নিয়ে আমার ভোটারদেরকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছেন। আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আইয়ুব আলী নিজেকে প্রধানন্ত্রীর পরিচিত দাবী করে প্রভাব বিস্তার করে ভোট ডাকাতির পাঁয়তারা করছেন।’
এছাড়া সোমবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় মুছাপুর ১নং ওয়ার্ডে বেচার বাড়িতে কাদের মির্জা ও তার সমর্থিত প্রার্থী আইয়ুব আলীর উপস্থিতিতে আমার নারীকর্মী শাহেদা আক্তারের বসত ঘরে হামলা ভাংচুর করে। এসময় ওই নারী ও তার পরিবারের লোকজনকে পিটিয়ে জখম করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
এমন পরিস্থিতিতে আগামি ৭ ফেব্রুয়ারি নির্বাচনে সুষ্ঠুতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন শাহীন চৌধুরী। তিনি নির্বাচনকে বহিরাগত সন্ত্রাসী মুক্ত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন, নির্বাচন কমিশন ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে কাদের মির্জা সমর্থিত প্রার্থী আইয়ুব আলী (আনারস) হামলা-ভাঙচুর সম্পর্কে বলেন, মূলত ওই সময় মোটর সাইকেল প্রতীকের প্রার্থী শাহীন চৌধুরীর লোকজন আমার নারী কর্মীদের উপর হামলা চালায়। এ ব্যাপারে পুলিশকে জানানো হয়েছে।
তবে একাধিকবার ফোন করেও বন্ধ থাকায় পৌর মেয়র আবদুল কাদের মির্জার বক্তব্য পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, প্রত্যেক ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা অবস্থান করছেন। যে কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামি ৭ ফেব্রুয়ারি ৭নং মুছাপুরসহ কোম্পানীগঞ্জের আই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্ধে এখানে কাউকে নৌকা না দিয়ে উন্মুক্ত নির্বাচনের ঘোষণা দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহসহ স্থানীয় যুবলীগ ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।