নোয়াখালী ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সোনাইমুড়ীতে শিশু অপহরণ, মা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:৪১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • / ৪৩৩ বার পড়া হয়েছে

অপহরণের দায়ে গ্রেফতার মা-ছেলে।

নোয়াখালীর সোনাইমুড়ীতে মুক্তিপণের দাবিতে মো. সামির ইসলাম ছিদ্দিক (৭) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত মো. হৃদয় (১৫) ও তার মা বিউটি আক্তারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের হাজী মনোহর আলী চৌধুরীর বাড়িতে অপহরণের ঘটনা ঘটে।

গ্রেফতার মো. হৃদয় সোনাইমুড়ী উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের হামিদ উল্যা মুন্সির পুরাতন বাড়ির মো. নূরনবীর ছেলে ও বিউটি আক্তার আসামি মো. হৃদয়ের মা।

পুলিশ জানায়, পূর্ব চাঁদপুর গ্রামের মো. মমিন উল্যাহর ছেলে সাত বছরের শিশু মো. সামির ইসলাম ছিদ্দিককে রোববার সন্ধ্যায় ৫০ টাকা দেওয়ার প্রলোভন দিয়ে মুক্তিপণের আশায় আসামি মো. হৃদয় ও তার সহযোগীরা বাড়ির পাশের বিলের মধ্যে আটক করে রাখে।

পরে ছেলের মায়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য দুটি বিকাশ নম্বর পাঠানো হয়। বিষয়টি থানায় অভিযোগ দেওয়ার পর রাতেই অভিযান চালিয়ে অপহৃত শিশু উদ্ধার ও আসামি মা-ছেলেকে গ্রেফতার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির দাদার দায়ের করা অভিযোগটি অপহরণ মামলা (নম্বর-২) হিসেবে রুজু করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত। গ্রেফতারদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সোনাইমুড়ীতে শিশু অপহরণ, মা-ছেলে গ্রেফতার

আপডেট সময় ০৮:৪১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ মে ২০২২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মুক্তিপণের দাবিতে মো. সামির ইসলাম ছিদ্দিক (৭) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত মো. হৃদয় (১৫) ও তার মা বিউটি আক্তারকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের হাজী মনোহর আলী চৌধুরীর বাড়িতে অপহরণের ঘটনা ঘটে।

গ্রেফতার মো. হৃদয় সোনাইমুড়ী উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের হামিদ উল্যা মুন্সির পুরাতন বাড়ির মো. নূরনবীর ছেলে ও বিউটি আক্তার আসামি মো. হৃদয়ের মা।

পুলিশ জানায়, পূর্ব চাঁদপুর গ্রামের মো. মমিন উল্যাহর ছেলে সাত বছরের শিশু মো. সামির ইসলাম ছিদ্দিককে রোববার সন্ধ্যায় ৫০ টাকা দেওয়ার প্রলোভন দিয়ে মুক্তিপণের আশায় আসামি মো. হৃদয় ও তার সহযোগীরা বাড়ির পাশের বিলের মধ্যে আটক করে রাখে।

পরে ছেলের মায়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য দুটি বিকাশ নম্বর পাঠানো হয়। বিষয়টি থানায় অভিযোগ দেওয়ার পর রাতেই অভিযান চালিয়ে অপহৃত শিশু উদ্ধার ও আসামি মা-ছেলেকে গ্রেফতার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির দাদার দায়ের করা অভিযোগটি অপহরণ মামলা (নম্বর-২) হিসেবে রুজু করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত। গ্রেফতারদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।