নোয়াখালী ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী প্রেমিকসহ গ্রেফতার

লক্ষ্মীপুর সংবাদদাতা
  • আপডেট সময় ০৪:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪৫৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের সৌদি আরব প্রবাসী মো. আজাদ হোসেনের উধাও হওয়া স্ত্রী রুমা আক্তারকে (৪০) কথিত প্রেমিক মহিন উদ্দিন (৩০) ও আয়েশা বেগম (৪৫) নামের এক নারীসহ গ্রেফতার করেছে নোয়াখালীর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা নয়াপল্টন ও লক্ষ্মীপুরের ঝুমুর মোড় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রবাসীর শিশুকন্যা আয়শা আক্তার রাফুমনিকে (৮) উদ্ধার ও লুণ্ঠিত আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ৪৫ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

গ্রেফতার মহিন উদ্দিন (৩০) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া গ্রামের আসমত আলী ব্যাপারী বাড়ির মৃত তোফায়েল আহম্মেদের ছেলে, রুমা আক্তার (৪০) প্রবাসীর স্ত্রী ও লক্ষ্মীপুর সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মমিন হাওলাদারের মেয়ে এবং আয়েশা বেগম (৪৫) একই জেলার কমলনগর উপজেলার ৩নং চরলরেন্স ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলরেন্স গ্রামের মোহাম্মদ আলী ভুইয়া বাড়ির মোহসিন কবিরের স্ত্রী।

র‌্যাব-১১ (সিপিসি-৩, কোম্পানী কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল থানায় ব্যভিচার, চুরি ও চোরাই মাল উদ্ধারের ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। এছাড়া পলতাক আসামি মুক্তার হোসেন (৩৫) ও হাসিনা বেগমকে (৩২) গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব সূত্র জানায়, সৌদি প্রবাসী মো. আজাদ হোসেন অভিযোগ করেন তার স্ত্রী রুমা আক্তার আসামি মহিন উদ্দিন ও মোক্তার হোসেনের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতেন। তাকে এসব কাজে বাধা দেওয়ায় সে প্রবাসীর শিশুকন্যা আয়শা আক্তার রাফুমনি এবং নগদ ২০ লাখ টাকা ও সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার নিয়ে কথিত প্রেমিকদের সঙ্গে উধাও হয়ে যায়। পরে গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় তাদেরকে লক্ষ্মীপুর ও ঢাকা নয়াপল্টন থেকে গ্রেফতার করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে টাকা-স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী প্রেমিকসহ গ্রেফতার

আপডেট সময় ০৪:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

লক্ষ্মীপুরের সৌদি আরব প্রবাসী মো. আজাদ হোসেনের উধাও হওয়া স্ত্রী রুমা আক্তারকে (৪০) কথিত প্রেমিক মহিন উদ্দিন (৩০) ও আয়েশা বেগম (৪৫) নামের এক নারীসহ গ্রেফতার করেছে নোয়াখালীর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা নয়াপল্টন ও লক্ষ্মীপুরের ঝুমুর মোড় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রবাসীর শিশুকন্যা আয়শা আক্তার রাফুমনিকে (৮) উদ্ধার ও লুণ্ঠিত আড়াই ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ৪৫ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

গ্রেফতার মহিন উদ্দিন (৩০) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭নং হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া গ্রামের আসমত আলী ব্যাপারী বাড়ির মৃত তোফায়েল আহম্মেদের ছেলে, রুমা আক্তার (৪০) প্রবাসীর স্ত্রী ও লক্ষ্মীপুর সদর উপজেলার ৩নং দালাল বাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মমিন হাওলাদারের মেয়ে এবং আয়েশা বেগম (৪৫) একই জেলার কমলনগর উপজেলার ৩নং চরলরেন্স ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলরেন্স গ্রামের মোহাম্মদ আলী ভুইয়া বাড়ির মোহসিন কবিরের স্ত্রী।

র‌্যাব-১১ (সিপিসি-৩, কোম্পানী কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর মডেল থানায় ব্যভিচার, চুরি ও চোরাই মাল উদ্ধারের ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। এছাড়া পলতাক আসামি মুক্তার হোসেন (৩৫) ও হাসিনা বেগমকে (৩২) গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব সূত্র জানায়, সৌদি প্রবাসী মো. আজাদ হোসেন অভিযোগ করেন তার স্ত্রী রুমা আক্তার আসামি মহিন উদ্দিন ও মোক্তার হোসেনের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতেন। তাকে এসব কাজে বাধা দেওয়ায় সে প্রবাসীর শিশুকন্যা আয়শা আক্তার রাফুমনি এবং নগদ ২০ লাখ টাকা ও সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার নিয়ে কথিত প্রেমিকদের সঙ্গে উধাও হয়ে যায়। পরে গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় তাদেরকে লক্ষ্মীপুর ও ঢাকা নয়াপল্টন থেকে গ্রেফতার করে র‌্যাব।