নোয়াখালী ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভ্রাম্যমান আদালতের অভিযান

বেগমগঞ্জে পলিথিন কারখানা-বেকারিতে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ৩৪৮ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জে অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন করায় দুটি প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দুটি প্রতিষ্ঠান থেকে এক টন পলিথিন দানা জব্দ করা হয়। জব্দ দানা পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া মানহীন বিস্কুট, পাউরুটি উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন হালনাগাদ না থাকায় একটি বেকারির স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বেগমগঞ্জ বিসিকে চলা অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেগমগঞ্জের বিসিকে অনুমোদন ছাড়াই দুটি প্রতিষ্ঠান পলিথিন উৎপাদন ও বাজারজাত করে আসছিলো এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় কে বি প্যাকেজিং এর মালিককে ৮০ হাজার টাকা ও মদিনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুটি প্রতিষ্ঠান থেকে ১ টন পলিথিন দানা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকা। একই সঙ্গে মানহীন বিস্কুট, পাউরুটি উৎপাদন ও বিএসটিএআইয়ের অনুমোদন হালনাগাদ না থাকায় নিউ পপুলার ব্রেড অ্যান্ড বিস্কুটের স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং মানহীন বিস্কুট ও পাউরুটি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

এসময় পরিবেশ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক তানজির তারেকসহ নোয়াখালী আনসার ক্যাম্পের একদল আনসার সদস্য উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ভ্রাম্যমান আদালতের অভিযান

বেগমগঞ্জে পলিথিন কারখানা-বেকারিতে জরিমানা

আপডেট সময় ০৪:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

নোয়াখালীর বেগমগঞ্জে অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন করায় দুটি প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দুটি প্রতিষ্ঠান থেকে এক টন পলিথিন দানা জব্দ করা হয়। জব্দ দানা পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া মানহীন বিস্কুট, পাউরুটি উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন হালনাগাদ না থাকায় একটি বেকারির স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বেগমগঞ্জ বিসিকে চলা অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেগমগঞ্জের বিসিকে অনুমোদন ছাড়াই দুটি প্রতিষ্ঠান পলিথিন উৎপাদন ও বাজারজাত করে আসছিলো এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় কে বি প্যাকেজিং এর মালিককে ৮০ হাজার টাকা ও মদিনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুটি প্রতিষ্ঠান থেকে ১ টন পলিথিন দানা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকা। একই সঙ্গে মানহীন বিস্কুট, পাউরুটি উৎপাদন ও বিএসটিএআইয়ের অনুমোদন হালনাগাদ না থাকায় নিউ পপুলার ব্রেড অ্যান্ড বিস্কুটের স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং মানহীন বিস্কুট ও পাউরুটি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

এসময় পরিবেশ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক তানজির তারেকসহ নোয়াখালী আনসার ক্যাম্পের একদল আনসার সদস্য উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।