নোয়াখালী ০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জ

বিরোধ বাবার সঙ্গে, এসএসসি পরীক্ষার্থী ছেলেকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • / ৩১১ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাছ ব্যবসায়ী বাবার সঙ্গে বিরোধের জেরে আবদুর রহমান বিজয় (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

সোমবার (১১ মার্চ) তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ছত্তরিয়ার স্লুইচ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবদুর রহমান বিজয় কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী এসসি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

বিজয়ের বাবা আবু বক্কর ছিদ্দিক বলেন, আমি স্থানীয় চৌধুরীহাট বাজারে মাছের ব্যবসা করি। প্রতিবেশি ইয়াহিয়া হেলালের (৩৮) সঙ্গে আমার পূর্ব থেকে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জের ধরে সে টাকার বিনিময়ে কিশোর গ্যাং সদস্য সোহাগ (৩২), রিফাত (২৮), আজগর (২২), রবিনসহ (২৬) ১৪-১৫ জন সন্ত্রাসী দিয়ে আমার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। ১০ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। আমি এর উপযুক্ত বিচার চাই।

বিজয়ের বড়ভাই মো. ইউনুস হৃদয় বলেন, আমরা বিজয়কে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তার আইসিইউর প্রয়োজন হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে এলাকায় খোঁজ করে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, অফিসের কাজে বাহিরে আছি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

কোম্পানীগঞ্জ

বিরোধ বাবার সঙ্গে, এসএসসি পরীক্ষার্থী ছেলেকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৭:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাছ ব্যবসায়ী বাবার সঙ্গে বিরোধের জেরে আবদুর রহমান বিজয় (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

সোমবার (১১ মার্চ) তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ছত্তরিয়ার স্লুইচ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবদুর রহমান বিজয় কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী এসসি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং চরহাজারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

বিজয়ের বাবা আবু বক্কর ছিদ্দিক বলেন, আমি স্থানীয় চৌধুরীহাট বাজারে মাছের ব্যবসা করি। প্রতিবেশি ইয়াহিয়া হেলালের (৩৮) সঙ্গে আমার পূর্ব থেকে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জের ধরে সে টাকার বিনিময়ে কিশোর গ্যাং সদস্য সোহাগ (৩২), রিফাত (২৮), আজগর (২২), রবিনসহ (২৬) ১৪-১৫ জন সন্ত্রাসী দিয়ে আমার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। ১০ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। আমি এর উপযুক্ত বিচার চাই।

বিজয়ের বড়ভাই মো. ইউনুস হৃদয় বলেন, আমরা বিজয়কে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তার আইসিইউর প্রয়োজন হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে এলাকায় খোঁজ করে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, অফিসের কাজে বাহিরে আছি। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।