নোয়াখালী ০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশী নাগরিকত্ব, রংমালা হাইস্কুলের সভাপতিকে শিক্ষাবোর্ডের শোকজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • / ৪০২ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আইয়ুব আলীকে শোকজ করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড। আমেরিকার নাগরিক হয়েও তিনি তা গোপন করে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ কামাল পারভেজ চিঠির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিদেশী নাগরিকত্ব নিয়ে বিদ্যালয়ের সভাপতি হওয়ায় তাকে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ দেখছেন। পরবর্তী কার্যক্রম উনারাই পরিচালনা করবেন।

এদিকে গত ৬ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শকের সই করা চিঠির কপি এ প্রতিবেদকের হাতে এসেছে।

এতে বলা হয়েছে, মো. আইয়ুব আলী বাংলাদেশ ও আমেরিকা এ দু’দেশের নাগরিক অর্থাৎ দ্বৈত নাগরিক হওয়া সত্বেও নোয়াখালীর কোম্পানীগঞ্জের রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ গ্রহণ করেছেন। বোর্ডের প্রবিধানমালা ২০০৯ এর ১১(খ) অনুযায়ী অনুরূপ কোনো ব্যক্তি কমিটির সদস্য হওয়া বা থাকার ক্ষেত্রে অযোগ্য। এমতাবস্থায়, উল্লেখিত কারণের কেন তার সভাপতি পদ বাতিল করা হবে না তা আগামি ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হলো।

এ বিষয়ে জানতে রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোসেনকে ফোন দিলে অভিযুক্ত সভাপতি আইয়ুব আলী ফোন কেড়ে নিয়ে হুমকি স্বরূপ অসংলগ্ন কথাবার্তা বলেন।

এ সময় আইয়ুব আলী বলেন, ‘এ নিয়ে খোঁচাখুঁচি করবেন না। আর তা করেও কোনো লাভ হবে না। প্রবিধানমালায় দ্বৈত নাগরিকের ব্যাপারে কোনো নির্দেশনা নাই। শিক্ষাবোর্ড ভুল ব্যাখ্যায় এ চিঠি পাঠিয়েছে। এতে আমার একটা চুলও ছেঁড়া যাবে না।’

তবে বেসরকারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রবিধানমালার ১১(খ) অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে, ‘যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব হারান কিংবা কোনো বিদেশী নাগরিকত্ব গ্রহণ করেন, তবে তিনি সদস্য হইবার বা থাকিবার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হইবেন।’

এরআগে চাঁদাবাজি মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে তিনমাস অফিস করে সমালোচনার মুখে পড়েন চেয়ারম্যান আইয়ুব আলী। তিনি মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকার মোতাহের হোসেনের ছেলে। আমেরিকা থেকে এসে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুছাপুরের চেয়ারম্যান নির্বাচিত হন আইয়ুব আলী।

নিউজটি শেয়ার করুন

বিদেশী নাগরিকত্ব, রংমালা হাইস্কুলের সভাপতিকে শিক্ষাবোর্ডের শোকজ

আপডেট সময় ০৯:২১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আইয়ুব আলীকে শোকজ করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড। আমেরিকার নাগরিক হয়েও তিনি তা গোপন করে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ কামাল পারভেজ চিঠির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিদেশী নাগরিকত্ব নিয়ে বিদ্যালয়ের সভাপতি হওয়ায় তাকে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ দেখছেন। পরবর্তী কার্যক্রম উনারাই পরিচালনা করবেন।

এদিকে গত ৬ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শকের সই করা চিঠির কপি এ প্রতিবেদকের হাতে এসেছে।

এতে বলা হয়েছে, মো. আইয়ুব আলী বাংলাদেশ ও আমেরিকা এ দু’দেশের নাগরিক অর্থাৎ দ্বৈত নাগরিক হওয়া সত্বেও নোয়াখালীর কোম্পানীগঞ্জের রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ গ্রহণ করেছেন। বোর্ডের প্রবিধানমালা ২০০৯ এর ১১(খ) অনুযায়ী অনুরূপ কোনো ব্যক্তি কমিটির সদস্য হওয়া বা থাকার ক্ষেত্রে অযোগ্য। এমতাবস্থায়, উল্লেখিত কারণের কেন তার সভাপতি পদ বাতিল করা হবে না তা আগামি ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হলো।

এ বিষয়ে জানতে রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোসেনকে ফোন দিলে অভিযুক্ত সভাপতি আইয়ুব আলী ফোন কেড়ে নিয়ে হুমকি স্বরূপ অসংলগ্ন কথাবার্তা বলেন।

এ সময় আইয়ুব আলী বলেন, ‘এ নিয়ে খোঁচাখুঁচি করবেন না। আর তা করেও কোনো লাভ হবে না। প্রবিধানমালায় দ্বৈত নাগরিকের ব্যাপারে কোনো নির্দেশনা নাই। শিক্ষাবোর্ড ভুল ব্যাখ্যায় এ চিঠি পাঠিয়েছে। এতে আমার একটা চুলও ছেঁড়া যাবে না।’

তবে বেসরকারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রবিধানমালার ১১(খ) অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে, ‘যদি কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব হারান কিংবা কোনো বিদেশী নাগরিকত্ব গ্রহণ করেন, তবে তিনি সদস্য হইবার বা থাকিবার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হইবেন।’

এরআগে চাঁদাবাজি মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে তিনমাস অফিস করে সমালোচনার মুখে পড়েন চেয়ারম্যান আইয়ুব আলী। তিনি মুছাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকার মোতাহের হোসেনের ছেলে। আমেরিকা থেকে এসে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুছাপুরের চেয়ারম্যান নির্বাচিত হন আইয়ুব আলী।