নোয়াখালী ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে তিন মাসে ৬ নারী-শিশু ধর্ষণ, হত্যার শিকার ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • / ৩৯১ বার পড়া হয়েছে

নোয়াখালীতে বছরের প্রথম তিনমাসে ছয় নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছেন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চারজন। এসময়ের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা হয়েছে ১৫৭টি।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে নোয়াখালী নারী অধিকার জোট তাদের সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন নারী অধিকার জোটের সদস্য মনোয়ারা মিনু।

নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভীন এতে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে এ তথ্যগুলি সংগ্রহ করা হয়েছে। গত বছর এসময়ে নারীর প্রতি সহিংসতার ১৭টি ঘটন ঘটলেও এবার তা কিছুটা হ্রাস পেয়েছে। বিষয়টি ইতিবাচক বলে মনে করে নারী অধিকার জোট।

প্রতিবেদনে নারী ও শিশু নির্যাতন বন্ধে সাতটি সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে। এরমধ্যে, সহিংসতার খবর গণমাধ্যমে ফলোআপ করা, ভুক্তভোগীকে আইনী সহায়তার পাশাপাশি পুনর্বাসনের সহায়তা করা, রাস্তাঘাট ও গণপরিবহনে নারীর প্রতি কটুক্তি বন্ধে পুলিশের নজরদারি বাড়ানো, প্রশাসনকে আরও কঠোর হয়ে কাজ করা, ধর্ষণের মতো ঘটনায় গ্রাম্য সালিশ বন্ধ করাসহ স্কুল কলেজে সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারী অধিকার জোটের সদস্য মনেয়ারা মিনু, ফারজানা তিথি, অ্যাডভোকেট কল্পনা রানী দাস, ফাহমিদা জেসমিন পলি, এনআরডিএস’র প্রধান নির্বাহী আবদুল আউয়ালসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে তিন মাসে ৬ নারী-শিশু ধর্ষণ, হত্যার শিকার ৪

আপডেট সময় ০৮:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

নোয়াখালীতে বছরের প্রথম তিনমাসে ছয় নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছেন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চারজন। এসময়ের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা হয়েছে ১৫৭টি।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে নোয়াখালী নারী অধিকার জোট তাদের সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন নারী অধিকার জোটের সদস্য মনোয়ারা মিনু।

নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভীন এতে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে এ তথ্যগুলি সংগ্রহ করা হয়েছে। গত বছর এসময়ে নারীর প্রতি সহিংসতার ১৭টি ঘটন ঘটলেও এবার তা কিছুটা হ্রাস পেয়েছে। বিষয়টি ইতিবাচক বলে মনে করে নারী অধিকার জোট।

প্রতিবেদনে নারী ও শিশু নির্যাতন বন্ধে সাতটি সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে। এরমধ্যে, সহিংসতার খবর গণমাধ্যমে ফলোআপ করা, ভুক্তভোগীকে আইনী সহায়তার পাশাপাশি পুনর্বাসনের সহায়তা করা, রাস্তাঘাট ও গণপরিবহনে নারীর প্রতি কটুক্তি বন্ধে পুলিশের নজরদারি বাড়ানো, প্রশাসনকে আরও কঠোর হয়ে কাজ করা, ধর্ষণের মতো ঘটনায় গ্রাম্য সালিশ বন্ধ করাসহ স্কুল কলেজে সংস্কৃতির চর্চা বাড়াতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারী অধিকার জোটের সদস্য মনেয়ারা মিনু, ফারজানা তিথি, অ্যাডভোকেট কল্পনা রানী দাস, ফাহমিদা জেসমিন পলি, এনআরডিএস’র প্রধান নির্বাহী আবদুল আউয়ালসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।