নোয়াখালী ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচিত হয়েই শীতার্তদের পাশে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ৫২৯ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জের উপকৃলীয় ইউনিয়ন মুছাপুরে নির্বাচিত হয়েই শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) তিনি জানান, গত দুই দিনে প্রচন্ড শীতে কষ্টে থাকা আমার ইউনিয়নের ৯ ওয়ার্ডের এক হাজার ১০০ পরিবারে কম্বল পৌঁছে দিয়েছি। বিশেষ করে নদী তীরবর্তী আদর্শগ্রাম ও মাছুয়াদোনা এলাকার লোকজন বেশি সমস্যায় রয়েছে।

তিনি আরও বলেন, আমার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিলো সব সময় জনগণের পাশে থাকবো। তাই তাদের সুখ-দুঃখে নিজেকে নিয়োজিত রাখার ঘোষণা দিয়েছি। আমার এলাকার কোনো মানুষ যাতে কষ্টে বা ভোগান্তিতে না পড়ে সেই চেষ্টা করবো।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য আহছান উল্যাহ ভুট্টো জাগো নিউজকে বলেন, আমার এলাকার ১২০ শীতার্ত পরিবারে নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী শীতের কম্বল দিয়েছেন। এতে পরিবারগুলোর কষ্ট কিছুটা লাগব হওয়ার পাশাপাশি এলাকবাসীও অত্যন্ত খুশি।

৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ছয় হাজার ৯২৭ ভোট পেয়ে নির্বাচিত হন আইয়ুব আলী (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী (মোটর সাইকেল) পেয়েছেন ছয় হাজার ৮৪ ভোট।

 

নিউজটি শেয়ার করুন

নির্বাচিত হয়েই শীতার্তদের পাশে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী

আপডেট সময় ০৬:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জের উপকৃলীয় ইউনিয়ন মুছাপুরে নির্বাচিত হয়েই শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) তিনি জানান, গত দুই দিনে প্রচন্ড শীতে কষ্টে থাকা আমার ইউনিয়নের ৯ ওয়ার্ডের এক হাজার ১০০ পরিবারে কম্বল পৌঁছে দিয়েছি। বিশেষ করে নদী তীরবর্তী আদর্শগ্রাম ও মাছুয়াদোনা এলাকার লোকজন বেশি সমস্যায় রয়েছে।

তিনি আরও বলেন, আমার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিলো সব সময় জনগণের পাশে থাকবো। তাই তাদের সুখ-দুঃখে নিজেকে নিয়োজিত রাখার ঘোষণা দিয়েছি। আমার এলাকার কোনো মানুষ যাতে কষ্টে বা ভোগান্তিতে না পড়ে সেই চেষ্টা করবো।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য আহছান উল্যাহ ভুট্টো জাগো নিউজকে বলেন, আমার এলাকার ১২০ শীতার্ত পরিবারে নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী শীতের কম্বল দিয়েছেন। এতে পরিবারগুলোর কষ্ট কিছুটা লাগব হওয়ার পাশাপাশি এলাকবাসীও অত্যন্ত খুশি।

৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ছয় হাজার ৯২৭ ভোট পেয়ে নির্বাচিত হন আইয়ুব আলী (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী (মোটর সাইকেল) পেয়েছেন ছয় হাজার ৮৪ ভোট।