নোয়াখালী ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জের হাজারীহাট কলেজের গভর্নিং বডির নির্বাচনের তফসিল গোপনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৯:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • / ৫২০ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জের হাজারীহাট হাইস্কুল অ্যাণ্ড কলেজের গভর্নিং বাডির নির্বাচনের তফসীল গোপনের অভিযোগ উঠেছে অধ্যক্ষ সুলতান আহমদ বাবুলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে অভিভাবক ও দাতা সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২২ মার্চ) নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষদিন থাকলেও এ দিন সকাল থেকে অভিভাবকদেরকে কাউকে ফরম দেওয়া হয়নি। অনেকের সঙ্গে অধ্যক্ষ খারাপ আচরণ করেছেন বলেও অভিযোগ করা হয়।

অভিযোগকারী মো. সলিমুল্লাহ জানান, রোববার (২০ মার্চ) থেকে ফরম বিক্রির কথা ছিল। কিন্তু অধ্যক্ষ তফসিলের কোনো প্রচার না করে গোপন করে রেখেছেন। বিশ্বস্তসূত্রে খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল থেকে আমরা ৭ থেকে ৮জন অভিভাবক অনেকবার গিয়েও অধ্যক্ষ থেকে মনোনয়নপত্র কিনতে পারিনি এবং তিনি অনেকের সঙ্গে খারাপ আচরণ করেন। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।

অভিভাববক মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার সকালে ফরম কিনতে গেলে অধ্যক্ষ সুলতান আহমদ ফরম না দিয়ে নিজেরা আলাপ-আলোচনা করে কমিটি ঘোষণা করবেন বলে জানান। বাহিরে কাউকে ফরম দেওয়া হবে না বলেও ঘোষণা করেন। নির্বাচনে আগ্রহী অভিভাবকদের অংশগ্রহনের সুযোগ দেওয়ার দাবি করেন তিনি।

নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো. কামাল পারভেজ বলেন, জেলা প্রশাসকের নির্দেশে গত ১৫ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে ২০ থেকে ২২ মার্চ মনোনয়নপত্র গ্রহণ ও জমা, ২৪ মার্চ বাছাই ও বৈধ প্রার্থী তালিকা ঘোষণা, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৭ মার্চ ও ভোটগ্রহণ ৯ এপ্রিল।

তিনি আরও বলেন, মনোনয়নপত্রের ফরম না পাওয়ার অভিযোগ আমিও শুনেছি। বিষয়টি নিয়ে অধ্যক্ষকে সতর্ক করা হয়েছে। বিকেলে অভিভাবক মো. সলিমুল্লাহ, মোহাম্মদ আলী ও রহমত উল্যাহ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত অধ্যক্ষ সুলতান আহমদ বাবুল জানান, সকালে শিক্ষকদের মিটিংয়ে ব্যস্ত থাকায় অনেকে ফরম নিতে এসে ফেরত গেছেন। বিকেলে ফরম নিতে আগ্রহীদেরকে ফোন করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে দিনে বিকেলে ফরম নিলে জমা দিবেন কখন জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তোর দেননি।

নিউজটি শেয়ার করুন

কোম্পানীগঞ্জের হাজারীহাট কলেজের গভর্নিং বডির নির্বাচনের তফসিল গোপনের অভিযোগ

আপডেট সময় ০৯:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জের হাজারীহাট হাইস্কুল অ্যাণ্ড কলেজের গভর্নিং বাডির নির্বাচনের তফসীল গোপনের অভিযোগ উঠেছে অধ্যক্ষ সুলতান আহমদ বাবুলের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে অভিভাবক ও দাতা সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২২ মার্চ) নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষদিন থাকলেও এ দিন সকাল থেকে অভিভাবকদেরকে কাউকে ফরম দেওয়া হয়নি। অনেকের সঙ্গে অধ্যক্ষ খারাপ আচরণ করেছেন বলেও অভিযোগ করা হয়।

অভিযোগকারী মো. সলিমুল্লাহ জানান, রোববার (২০ মার্চ) থেকে ফরম বিক্রির কথা ছিল। কিন্তু অধ্যক্ষ তফসিলের কোনো প্রচার না করে গোপন করে রেখেছেন। বিশ্বস্তসূত্রে খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল থেকে আমরা ৭ থেকে ৮জন অভিভাবক অনেকবার গিয়েও অধ্যক্ষ থেকে মনোনয়নপত্র কিনতে পারিনি এবং তিনি অনেকের সঙ্গে খারাপ আচরণ করেন। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।

অভিভাববক মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার সকালে ফরম কিনতে গেলে অধ্যক্ষ সুলতান আহমদ ফরম না দিয়ে নিজেরা আলাপ-আলোচনা করে কমিটি ঘোষণা করবেন বলে জানান। বাহিরে কাউকে ফরম দেওয়া হবে না বলেও ঘোষণা করেন। নির্বাচনে আগ্রহী অভিভাবকদের অংশগ্রহনের সুযোগ দেওয়ার দাবি করেন তিনি।

নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ মো. কামাল পারভেজ বলেন, জেলা প্রশাসকের নির্দেশে গত ১৫ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে ২০ থেকে ২২ মার্চ মনোনয়নপত্র গ্রহণ ও জমা, ২৪ মার্চ বাছাই ও বৈধ প্রার্থী তালিকা ঘোষণা, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৭ মার্চ ও ভোটগ্রহণ ৯ এপ্রিল।

তিনি আরও বলেন, মনোনয়নপত্রের ফরম না পাওয়ার অভিযোগ আমিও শুনেছি। বিষয়টি নিয়ে অধ্যক্ষকে সতর্ক করা হয়েছে। বিকেলে অভিভাবক মো. সলিমুল্লাহ, মোহাম্মদ আলী ও রহমত উল্যাহ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত অধ্যক্ষ সুলতান আহমদ বাবুল জানান, সকালে শিক্ষকদের মিটিংয়ে ব্যস্ত থাকায় অনেকে ফরম নিতে এসে ফেরত গেছেন। বিকেলে ফরম নিতে আগ্রহীদেরকে ফোন করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে দিনে বিকেলে ফরম নিলে জমা দিবেন কখন জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তোর দেননি।