নোয়াখালী ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কাদের মির্জার ৩ অনুসারি জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • / ৪৬০ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার তিন অনুসারি জামিনে মুক্তি পেয়েছেন।

এরা হচ্ছে, কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের আবদুল মালেক, মুছাপুর ইউনিয়নের ইকবাল চৌধুরী ও চরপার্বতী ইউনিয়নের আবুল হাশেম। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী কারাগার থেকে তারা জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন আসামিদের আইনজীবী অ্যাডভোকেট শংকর ভৌমিক।

তিনি বলেন, এদের বিরুদ্ধে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলাসহ পাঁচটি মামলা ছিল। এরআগে কয়েক দফা হাইকোর্ট থেকে জামিন হওয়ার পরও তা স্থগিত হয়ে যায়। পরে হাইকোর্টের বিশেষ জার্জমেন্টে তারা জামিন পেয়েছেন।

২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলির ছবি তুলতে দিয়ে তরুণ সাংবাদিক মুজাক্কির গুলিবদ্ধি হন। পরের দিন ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা নোয়াব আলী মাস্টার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

কাদের মির্জার ৩ অনুসারি জামিনে মুক্ত

আপডেট সময় ০১:৪৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার তিন অনুসারি জামিনে মুক্তি পেয়েছেন।

এরা হচ্ছে, কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের আবদুল মালেক, মুছাপুর ইউনিয়নের ইকবাল চৌধুরী ও চরপার্বতী ইউনিয়নের আবুল হাশেম। তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী কারাগার থেকে তারা জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন আসামিদের আইনজীবী অ্যাডভোকেট শংকর ভৌমিক।

তিনি বলেন, এদের বিরুদ্ধে সাংবাদিক মুজাক্কির হত্যা মামলাসহ পাঁচটি মামলা ছিল। এরআগে কয়েক দফা হাইকোর্ট থেকে জামিন হওয়ার পরও তা স্থগিত হয়ে যায়। পরে হাইকোর্টের বিশেষ জার্জমেন্টে তারা জামিন পেয়েছেন।

২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের গোলাগুলির ছবি তুলতে দিয়ে তরুণ সাংবাদিক মুজাক্কির গুলিবদ্ধি হন। পরের দিন ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা নোয়াব আলী মাস্টার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।