নোয়াখালী ০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কবিরহাট

ওবায়দুল কাদেরের কেন্দ্র কমিটি গঠনে নারীদের উপচে পড়া ভীড়

ইকবাল হোসেন মজনু
  • আপডেট সময় ০৬:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ৩১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে নারীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ঘোষবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাদিয়া সাইক্লোন সেল্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস ছাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক পৌর মেয়র জহিরুল হক রায়হান, ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াছ, জসিম উদ্দিন শাহীন, একেএম আলাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উল্যাহ প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার উন্নয়ন অব্যাহত রাখাসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে টানা চতুর্থ বারের মতো নৌকা মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন। এসময় সহস্ত্রাধিক নারীসহ গ্রামের অসংখ্য পুরুষর ভোটার উপস্থিত ছিলেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ১৯৯৬ সালে প্রথম এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সাল থেকে টানা তিনবারের সংসদ সদস্য। এবারও এখানে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী ওবায়দুল কাদের।

এ আসনে মোট ভোটার চার লাখ পাঁচ হাজার ৭১৫ জন। এরমধ্যে পুরুষ দুই লাখ ১০ হাজার ৩৮৮ ও মহিলা এক লাখ ৯৫ হাজার ৩২৭ জন। দুই উপজলায় মোট ভোটকেন্দ্র ১৩২টি। এরমধ্যে কোম্পানীগঞ্জে ৭০টি এবং কবিরহাটে ৬২টি ভোটকেন্দ্র রয়েছে।

নিউজটি শেয়ার করুন

কবিরহাট

ওবায়দুল কাদেরের কেন্দ্র কমিটি গঠনে নারীদের উপচে পড়া ভীড়

আপডেট সময় ০৬:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে নারীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ঘোষবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাদিয়া সাইক্লোন সেল্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস ছাত্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক পৌর মেয়র জহিরুল হক রায়হান, ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াছ, জসিম উদ্দিন শাহীন, একেএম আলাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উল্যাহ প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার উন্নয়ন অব্যাহত রাখাসহ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে টানা চতুর্থ বারের মতো নৌকা মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন। এসময় সহস্ত্রাধিক নারীসহ গ্রামের অসংখ্য পুরুষর ভোটার উপস্থিত ছিলেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ১৯৯৬ সালে প্রথম এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সাল থেকে টানা তিনবারের সংসদ সদস্য। এবারও এখানে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী ওবায়দুল কাদের।

এ আসনে মোট ভোটার চার লাখ পাঁচ হাজার ৭১৫ জন। এরমধ্যে পুরুষ দুই লাখ ১০ হাজার ৩৮৮ ও মহিলা এক লাখ ৯৫ হাজার ৩২৭ জন। দুই উপজলায় মোট ভোটকেন্দ্র ১৩২টি। এরমধ্যে কোম্পানীগঞ্জে ৭০টি এবং কবিরহাটে ৬২টি ভোটকেন্দ্র রয়েছে।