নোয়াখালী ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক সংকট কাটাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে: আম্বিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৮:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • / ১৫১৩ বার পড়া হয়েছে

শরীফ নুরুল আম্বিয়া

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, দেশে এখন রাজনৈতিক সংকট চলছে। এর একমাত্র সমাধান সাংবিধানিকভাবেই করা সম্ভব। এ সংকট সংকট কাটাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। এ জন্য রাজনৈতিক দল গুলোর সঙ্গে কথা বলা ও বসার মাধ্যমে এর সমাধান করতে হবে। অবাধ নির্বাচনের জন্য সকল দলকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নচেৎ রাজনৈতিক সংকট আরও ঘণিভূত হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালী সার্কিট হাউজে এক সংক্ষিপ্ত প্রতিনিধি সভা ও জাসদের জেলা সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শরীফ নুরুল আম্বিয়া সরকারের সমালোচনা করে আরও বলেন, জাসদের জেলা সম্মেলনের জন্য নোয়াখালীর প্রশাসন থেকে সার্কিট হাউজ রুম বরাদ্দ নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত করোনার অজুহাত দিয়ে নির্ধারিত স্থানে সম্মেলন করতে দেয়নি প্রশাসন। এজন্য আমরা সংক্ষিপ্ত আকারে সার্কিট হাউজে প্রতিনিধি সভা করি।

পরে সভায় খোরশেদ আলম রাব্বানিকে জেলা সভাপতি ও এসএম রহিম উল্যাহকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য একটি জেলা কমিটি ঘোষণা করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

জেলা জাসদের সদস্য খায়রুল বাসার কেবির সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা সভাপতি খোরশেদ আলম রাব্বানি, সাধারণ সম্পাদক এসএম রহিম উল্যাহ, ডা. নুরুল হুদা, নুর আলম সিদ্দিকী ও আবদুস সোবহান।

জানতে চাইলে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জাকির হোসেন জানান, করোনা উর্ধ্বগতির কারণে ঝুঁকি এড়াতেই মূলত তাদেরকে বিআরডিবিতে সম্মেলন করতে নিষেধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক সংকট কাটাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে: আম্বিয়া

আপডেট সময় ০৮:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, দেশে এখন রাজনৈতিক সংকট চলছে। এর একমাত্র সমাধান সাংবিধানিকভাবেই করা সম্ভব। এ সংকট সংকট কাটাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। এ জন্য রাজনৈতিক দল গুলোর সঙ্গে কথা বলা ও বসার মাধ্যমে এর সমাধান করতে হবে। অবাধ নির্বাচনের জন্য সকল দলকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নচেৎ রাজনৈতিক সংকট আরও ঘণিভূত হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে নোয়াখালী সার্কিট হাউজে এক সংক্ষিপ্ত প্রতিনিধি সভা ও জাসদের জেলা সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শরীফ নুরুল আম্বিয়া সরকারের সমালোচনা করে আরও বলেন, জাসদের জেলা সম্মেলনের জন্য নোয়াখালীর প্রশাসন থেকে সার্কিট হাউজ রুম বরাদ্দ নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত করোনার অজুহাত দিয়ে নির্ধারিত স্থানে সম্মেলন করতে দেয়নি প্রশাসন। এজন্য আমরা সংক্ষিপ্ত আকারে সার্কিট হাউজে প্রতিনিধি সভা করি।

পরে সভায় খোরশেদ আলম রাব্বানিকে জেলা সভাপতি ও এসএম রহিম উল্যাহকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য একটি জেলা কমিটি ঘোষণা করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

জেলা জাসদের সদস্য খায়রুল বাসার কেবির সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা সভাপতি খোরশেদ আলম রাব্বানি, সাধারণ সম্পাদক এসএম রহিম উল্যাহ, ডা. নুরুল হুদা, নুর আলম সিদ্দিকী ও আবদুস সোবহান।

জানতে চাইলে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জাকির হোসেন জানান, করোনা উর্ধ্বগতির কারণে ঝুঁকি এড়াতেই মূলত তাদেরকে বিআরডিবিতে সম্মেলন করতে নিষেধ করা হয়েছে।