নোয়াখালী ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ার সাবেক এমপি আলীর জমিসহ মার্কেট-হোটেল জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ১২৫১ বার পড়া হয়েছে

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী।

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদসদস্য মোহাম্মদ আলী এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দুটি হোটেল এবং জমিসহ পাঁচতলা মার্কেট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ছেলে মাহতাব আলীর নামে থাকা একটি ব্যাংক হিসাবের ছয় কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুদকের আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ আলীর পরিবারের অন্য সদস্যরা হলেন- তার স্ত্রী আয়েশা ফেরদৌস, ছেলে আশিক আলী, মাহতাব আলী ও মেয়ে সুমাইয়া আলী ঈশিতা।

এদিন দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক মো. সিফাত উদ্দিন তাদের নামে হাতিয়ায় থাকা হোটেল ঈশিতা ও হোটেল ঈশিতা-২ হোটেল জব্দ এবং একটি মার্কেট, একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদন বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তারা স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করায় প্রচেষ্টায় রয়েছেন। অবৈধভাবে আয়ের মাধ্যমে অর্জিত এসব সম্পদের বিষয়ে ব্যবস্থা নেয়া না হলে বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য মানিলন্ডারিং আইনের ১৪ মতে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা প্রয়োজন। পাশাপাশি তার ছেলে মাহতাব আলীর নামে পূবালী ব্যাংকে থাকা ৬ কোটি টাকা অবরুদ্ধ করা প্রয়োজন।

 

ডিনোয়াখালী/ঢাকা/আইএইচএম.

নিউজটি শেয়ার করুন

হাতিয়ার সাবেক এমপি আলীর জমিসহ মার্কেট-হোটেল জব্দের আদেশ

আপডেট সময় ০৫:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদসদস্য মোহাম্মদ আলী এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দুটি হোটেল এবং জমিসহ পাঁচতলা মার্কেট জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ছেলে মাহতাব আলীর নামে থাকা একটি ব্যাংক হিসাবের ছয় কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) দুদকের আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ আলীর পরিবারের অন্য সদস্যরা হলেন- তার স্ত্রী আয়েশা ফেরদৌস, ছেলে আশিক আলী, মাহতাব আলী ও মেয়ে সুমাইয়া আলী ঈশিতা।

এদিন দুদকের পক্ষে সংস্থার উপ-পরিচালক মো. সিফাত উদ্দিন তাদের নামে হাতিয়ায় থাকা হোটেল ঈশিতা ও হোটেল ঈশিতা-২ হোটেল জব্দ এবং একটি মার্কেট, একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদন বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তারা স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করায় প্রচেষ্টায় রয়েছেন। অবৈধভাবে আয়ের মাধ্যমে অর্জিত এসব সম্পদের বিষয়ে ব্যবস্থা নেয়া না হলে বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য মানিলন্ডারিং আইনের ১৪ মতে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা প্রয়োজন। পাশাপাশি তার ছেলে মাহতাব আলীর নামে পূবালী ব্যাংকে থাকা ৬ কোটি টাকা অবরুদ্ধ করা প্রয়োজন।

 

ডিনোয়াখালী/ঢাকা/আইএইচএম.