করলা ক্ষেতে দূর্বৃত্তের হানা
সূবর্ণচরের কৃষক ইসরাফিলের মাথায় হাত!
- আপডেট সময় ০৮:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ১২৬৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর সূবর্ণচরে ইসরাফিল নামে এক কৃষকের দেড় একরের করলা ক্ষেতের ফসল উপড়ে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার (২ ডিসেম্বর) রাতে চরজব্বর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের চরপানাউল্ল্যা গ্রামে এ ঘটনা ঘটে। ইসরাফিল ওই গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
কৃষক ইসরাফিল বলেন, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ক্ষেতে গিয়ে দেখি একটি গাছও জীবিত নাই। দেড় একরের সম্পূর্ণ ফসল কেটে ও উপড়ে দিয়েছে দৃষ্কৃতকারীরা। আমার সঙ্গে তো কারো শত্রুতা নাই। তাহলে আমার করলা গাছের সঙ্গে শত্রুতা করলো কে?
তিনি আরও বলেন, প্রায় ছায়লাখ টাকা ঋণ করে দেড় একর জমিতে করলা চাষ করি। এ পর্যন্ত এক লাখ ৬০ হাজার টাকার করলা বিক্রিও করেছি। সোমবারও ক্ষেত থেকে করলা তুলে বাজারে বিক্রি করেছি। কিন্তু আজ (মঙ্গলবার) সকালে ক্ষেতে গিয়ে দেখি দুই হাজার ৫০০ করলা গাছের সব মরে গেছে। আমার সবই শেষ।
চরজব্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাউসার আলী বলেন, ‘কৃষক ইসরাফিলের এমন ক্ষতি যে করেছে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটা কারো কাম্য নয়। এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘খবর পেয়ে সকালে ইসরাফিলের করলা ক্ষেতে গিয়ে অনেক খারাপ লেগেছে। তার উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা অনেক সহযোগিতা করেছি। এখন ফসল তোলার সময় তার এমন ক্ষতি যারা করেছে তাদের বিচার চাই।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।