ভারতীয় জঙ্গীদের হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ

- আপডেট সময় ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ১২৮৯ বার পড়া হয়েছে
নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনসহ দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় উগ্রবাদী জঙ্গীগোষ্ঠির হামলার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে মাইজদী পৌর বাজার থেকে শুরু করে মিছিলটি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে। এতে নেতৃত্বে দেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি।
পরে এক সমাবেশে তিনি বলেন, স্বাধীন বাংলাদশের জনগণকে অনিরাপদ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত পতিত শেখ হাসিনা ও তার ভারতীয় জঙ্গী দোসররা। তাদের এসব দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে বিএনপি নেতাকর্মীদের। আমরা সেই কাজে সর্বদা প্রস্তুত আছি।
এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরণ, দপ্তর সম্পাদক ওমর ফারুক, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শাহাদৎ হোসেন, সুধারাম থানা বিএনপির সভাপতি সলিমুল্যাহ বাহার হিরণ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কৃষক দলের সভাপতি ভিপি পলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ কয়েকশ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।