নোয়াখালী ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মাইজদীতে বাসভাড়া বেশি নেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ১২৮৬ বার পড়া হয়েছে

নোয়াখালী থেকে ঢাকা রুটের যাত্রীদের বাসভাড়া ৫১ টাকা বেশি নেওয়ায় তিনটি পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আগের নির্দেশ অমান্য করায় দুই কাউন্টার ব্যবস্থাপককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মাইজদীর নতুন বাসস্ট্যান্ডের হিমাচল, লাল সবুজ ও একুশে পরিবহনের কাউন্টারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নোয়াখালী-ঢাকা রুটে সরকার নির্ধারিত বাসভাড়া ৪৪৯ টাকা। কিন্তু পরিবহনের কাউন্টারগুলো ৫০০ টাকা করে আদায় করার অভিযোগ আসে। পরে অভিযানে গিয়ে এর সত্যতা পেয়ে ওই তিন পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা এবং আগের নির্দেশ অমান্য করায় লাল সবুজ ও হিমাচল কাউন্টারে ব্যবস্থাপককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন হিমাচল এক্সপ্রেসের ব্যবস্থাপক শান্ত চন্দ্র দে এবং লাল সবুজ পরিবহনের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পরিবহন মালিকদের যোগসাজশে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন নোয়াখালী জজকোর্টের আইনজীবী সামসুল ফারুক।

তিনি বলেন, ঢাকা রুটে প্রতিদিন ১০ হাজারের বেশি যাত্রী চলাচল করে। ভাড়া কমানোর দাবিতে আলটিমেটাম দিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিআরটিএ ও বাস মালিক সমিতিকে ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

অভিযানে নোয়াখালী বিআরটিএ কার্যালয় এবং ভোক্তা অধিকার কর্মকর্তারা ছাড়াও আনসার সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।

নিউজটি শেয়ার করুন

মাইজদীতে বাসভাড়া বেশি নেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৮:০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

নোয়াখালী থেকে ঢাকা রুটের যাত্রীদের বাসভাড়া ৫১ টাকা বেশি নেওয়ায় তিনটি পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আগের নির্দেশ অমান্য করায় দুই কাউন্টার ব্যবস্থাপককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মাইজদীর নতুন বাসস্ট্যান্ডের হিমাচল, লাল সবুজ ও একুশে পরিবহনের কাউন্টারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নোয়াখালী-ঢাকা রুটে সরকার নির্ধারিত বাসভাড়া ৪৪৯ টাকা। কিন্তু পরিবহনের কাউন্টারগুলো ৫০০ টাকা করে আদায় করার অভিযোগ আসে। পরে অভিযানে গিয়ে এর সত্যতা পেয়ে ওই তিন পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা এবং আগের নির্দেশ অমান্য করায় লাল সবুজ ও হিমাচল কাউন্টারে ব্যবস্থাপককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন হিমাচল এক্সপ্রেসের ব্যবস্থাপক শান্ত চন্দ্র দে এবং লাল সবুজ পরিবহনের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে পরিবহন মালিকদের যোগসাজশে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন নোয়াখালী জজকোর্টের আইনজীবী সামসুল ফারুক।

তিনি বলেন, ঢাকা রুটে প্রতিদিন ১০ হাজারের বেশি যাত্রী চলাচল করে। ভাড়া কমানোর দাবিতে আলটিমেটাম দিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিআরটিএ ও বাস মালিক সমিতিকে ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

অভিযানে নোয়াখালী বিআরটিএ কার্যালয় এবং ভোক্তা অধিকার কর্মকর্তারা ছাড়াও আনসার সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর।