নোয়াখালী ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ১২৬৯ বার পড়া হয়েছে

নোয়াখালীতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) নোয়াখালী সুপার মার্কেটে নোয়াখালী উপ কর কমিশনারের কার্যালয় এ সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ।

সভায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম কর কমিশনার মো. এনামুল কবির। এতে সভাপতিত্ব করেন উপ কর কমিশনার এনামুল হাছান-আল-নোমান।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. মনিরুজ্জামান বলেন, সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী ব্যাংকে কর্মরতদের বাধ্যতামূলকভাবে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। অনলাইনে রিটার্ন দাখিল করলে তাৎক্ষণিকভাবে সনদও পাওয়া যাবে।

তিনি আরও বলেন, অনলাইনে রিটার্ন দিলে রাত দিন ২৪ ঘন্টায় যেকোন সময়ে ঘরে বসেই রিটার্ন দাখিল করা যায়। ফলে কাউকেই আয়কর অফিসে উপস্থিত হয়ে রিটার্ন দাখিলে সময় ব্যয় করতে হচ্ছে না। তাছাড়া আয়কর রিটার্ন অনলাইনে দিলে করণিক ভুল হওয়ার সম্ভাবনা নেই এবং আয়করের হিসাব সফটওয়ার নিজেই করে দেয় বলে কর কম কিংবা বেশি হওয়ার সুযোগ থাকে না।

আঞ্চলিক এ কর কমিশনার বলেন, অনলাইনে রিটার্ন দিলে করদাতাদের নিজস্ব আইডিতে করদাতার প্রাপ্তিস্বীকারপত্র, আয়কর প্রত্যয়নপত্র, আয়কর রিটার্ন স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে থাকে। ফলে, করদাতা যেকোন সময় তার প্রয়োজনীয় তথ্যাদি পুনরায় ডাউনলোড করে নিতে পারে।

শেখ মো. মনিরুজ্জামান বলেন, ইতোমধ্যে লক্ষাধিক সম্মানিত করদাতাগণ অনলাইনে রিটার্ন দাখিল করতে সক্ষম হয়েছেন। আশা করছি,কর অঞ্চল-কুমিল্লার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী,বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য সকল ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন।

সভায় নোয়াখালীর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,নোয়াখালী আয়কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ এবং সাংবাদিকসহ ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রসংগত, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২১ সালে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সিস্টেম চালু হয়। ইতোমধ্যেই ২০২১-২০২২ করবর্ষে ৬১,৪৯১ জন,২০২২-২০২৩ করবর্ষে ২,৪৪,৪৮১ জন এবং ২০২৩-২০২৪ করবর্ষে ৫,২৬,৪৮৭ জন করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। ব্যক্তিশ্রেণির করদাতাগণ চলতি বছর ৯ সেপ্টেম্বর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে ২০২৪-২০২৫ করবর্ষে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

এই পদ্ধতি ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ নিজের রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস যেমন-বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে কর পরিশোধসহ অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন। এই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে ইটিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বর প্রয়োজন হয়।

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

আপডেট সময় ০১:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

নোয়াখালীতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) নোয়াখালী সুপার মার্কেটে নোয়াখালী উপ কর কমিশনারের কার্যালয় এ সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল কুমিল্লার কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ।

সভায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম কর কমিশনার মো. এনামুল কবির। এতে সভাপতিত্ব করেন উপ কর কমিশনার এনামুল হাছান-আল-নোমান।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. মনিরুজ্জামান বলেন, সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী ব্যাংকে কর্মরতদের বাধ্যতামূলকভাবে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। অনলাইনে রিটার্ন দাখিল করলে তাৎক্ষণিকভাবে সনদও পাওয়া যাবে।

তিনি আরও বলেন, অনলাইনে রিটার্ন দিলে রাত দিন ২৪ ঘন্টায় যেকোন সময়ে ঘরে বসেই রিটার্ন দাখিল করা যায়। ফলে কাউকেই আয়কর অফিসে উপস্থিত হয়ে রিটার্ন দাখিলে সময় ব্যয় করতে হচ্ছে না। তাছাড়া আয়কর রিটার্ন অনলাইনে দিলে করণিক ভুল হওয়ার সম্ভাবনা নেই এবং আয়করের হিসাব সফটওয়ার নিজেই করে দেয় বলে কর কম কিংবা বেশি হওয়ার সুযোগ থাকে না।

আঞ্চলিক এ কর কমিশনার বলেন, অনলাইনে রিটার্ন দিলে করদাতাদের নিজস্ব আইডিতে করদাতার প্রাপ্তিস্বীকারপত্র, আয়কর প্রত্যয়নপত্র, আয়কর রিটার্ন স্বয়ংক্রিয়ভাবে সেভ হয়ে থাকে। ফলে, করদাতা যেকোন সময় তার প্রয়োজনীয় তথ্যাদি পুনরায় ডাউনলোড করে নিতে পারে।

শেখ মো. মনিরুজ্জামান বলেন, ইতোমধ্যে লক্ষাধিক সম্মানিত করদাতাগণ অনলাইনে রিটার্ন দাখিল করতে সক্ষম হয়েছেন। আশা করছি,কর অঞ্চল-কুমিল্লার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী,বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য সকল ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন।

সভায় নোয়াখালীর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,নোয়াখালী আয়কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ এবং সাংবাদিকসহ ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রসংগত, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২১ সালে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সিস্টেম চালু হয়। ইতোমধ্যেই ২০২১-২০২২ করবর্ষে ৬১,৪৯১ জন,২০২২-২০২৩ করবর্ষে ২,৪৪,৪৮১ জন এবং ২০২৩-২০২৪ করবর্ষে ৫,২৬,৪৮৭ জন করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। ব্যক্তিশ্রেণির করদাতাগণ চলতি বছর ৯ সেপ্টেম্বর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে ২০২৪-২০২৫ করবর্ষে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

এই পদ্ধতি ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ নিজের রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস যেমন-বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে কর পরিশোধসহ অন্যান্য সুবিধা গ্রহণ করতে পারবেন। এই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে ইটিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বর প্রয়োজন হয়।