নোয়াখালী ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে ওজনে কম ও মূল্য তালিকা না থাকায় ১৯ ব্যবসায়ীকে জরিমানা

কোম্পানীগঞ্জ সংবাদদাতা
  • আপডেট সময় ০৩:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • / ১৪৯০ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাংসে ওজনে কম, অতিরিক্ত দাম, পঁচা মাছ বিক্রি ও মূল্যতালিকা না থাকায় ১৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে বসুরহাট বাজারে নিত্যপয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী।

তিনি বলেন, মুদি দোকানের মূল্য তালিকা ও প্রয়োজনীয় লাইসেন্স নেই, গরু মাংসের দোকানদার ওজনে কারচুপি ও মূল্য তালিকা না থাকায়,  মাছ বাজারে ওজনে কারচুপি ও পচা মাছ রাখায় এবং সবজি বিক্রেতা বেশি মূল্যে সবজি বিক্রি করায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ ও ভোক্তা সংরক্ষণ অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ১৯ মামলায় ৪৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্যে সাতজন মুদি দোকানদার, দুইজন মাছ দোকানদার,  ছয় মাংস দোকানদার, দুইজন সবজি বিক্রেতা,  একজন পোল্ট্রি মুরগি ও একজন লিচু বিক্রেতা রয়েছেন। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

নিউজটি শেয়ার করুন

কোম্পানীগঞ্জে ওজনে কম ও মূল্য তালিকা না থাকায় ১৯ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৩:৫৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাংসে ওজনে কম, অতিরিক্ত দাম, পঁচা মাছ বিক্রি ও মূল্যতালিকা না থাকায় ১৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে বসুরহাট বাজারে নিত্যপয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এ অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী।

তিনি বলেন, মুদি দোকানের মূল্য তালিকা ও প্রয়োজনীয় লাইসেন্স নেই, গরু মাংসের দোকানদার ওজনে কারচুপি ও মূল্য তালিকা না থাকায়,  মাছ বাজারে ওজনে কারচুপি ও পচা মাছ রাখায় এবং সবজি বিক্রেতা বেশি মূল্যে সবজি বিক্রি করায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ ও ভোক্তা সংরক্ষণ অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ১৯ মামলায় ৪৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্যে সাতজন মুদি দোকানদার, দুইজন মাছ দোকানদার,  ছয় মাংস দোকানদার, দুইজন সবজি বিক্রেতা,  একজন পোল্ট্রি মুরগি ও একজন লিচু বিক্রেতা রয়েছেন। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।