নোয়াখালী ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জের সেই স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১০:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৫১৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্রের মুখে অপহৃত হওয়া দশম শ্রেণির সেই স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। এসময় জয়নাল আবেদিন জয় (২২) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বসুরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় আসামি জয়কে গ্রেফতার ও তার কব্জা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে সোপর্দ এবং ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও আদালতে তার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে।

গত ৯ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টায় সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের উত্তর মুছাপুর এলাকায় থেকে আসামি সহযোগিদের নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) তিনজনকে আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।

মামলার বাদী মো. শাহাদাত (৩৮) জানান, আসামিকে গ্রেফতারের পর থেকে তার লোকজন ভিকটিমের পরিবারকে নানা ধরণের হুমকি-ধমকি দিচ্ছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কোম্পানীগঞ্জের সেই স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

আপডেট সময় ১০:১৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্রের মুখে অপহৃত হওয়া দশম শ্রেণির সেই স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। এসময় জয়নাল আবেদিন জয় (২২) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বসুরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় আসামি জয়কে গ্রেফতার ও তার কব্জা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আসামিকে আদালতে সোপর্দ এবং ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও আদালতে তার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে।

গত ৯ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টায় সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের উত্তর মুছাপুর এলাকায় থেকে আসামি সহযোগিদের নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) তিনজনকে আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।

মামলার বাদী মো. শাহাদাত (৩৮) জানান, আসামিকে গ্রেফতারের পর থেকে তার লোকজন ভিকটিমের পরিবারকে নানা ধরণের হুমকি-ধমকি দিচ্ছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।