নোয়াখালী ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ ::
‘জুলুম-নির্যাতন করে আস্তাকুঁড়ে চলে গেছেন কাদের মির্জা’ কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলামের বিরুদ্ধে ‘পোস্টার ষড়যন্ত্রের’ অভিযোগ মাইজদীর প্রধান সড়কে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার দাগনভূইয়ায় জিআরএস কমিটির সভা অনুষ্ঠিত বিএনপি কর্মীদের ঝাড়ু মিছিলে নেতাদের হামলা, থানায় মামলা কোম্পানীগঞ্জে বিএনপি নেতাদের গালে জুতা মারার মিছিল চৌমুহনীতে হসপিটালের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ বিএনপির নবনির্বাচিত যুগ্ম-মহাসচিব এ্যানীকে মেট্রো হোমস চেয়ারম্যানের শুভেচ্ছা নোয়াখালীতে ৩৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার নোবিপ্রবির সঙ্গে ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই

চেয়ারম্যান হওয়ায় বিদ্রোহীকে নৌকার সমন্বয়কের শুভেচ্ছা

ডিজিটাল নোয়াখালী ডেস্ক :
  • আপডেট সময় ০৯:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৪৮৮ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুককে শুভেচ্ছা জানিয়েছেন নৌকার সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় তাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতিসহ দল থেকে বহিষ্কারের সুপারিশও করা হয়েছিল।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে হাতিয়ার সংসদ সদস্য আয়েশা আলীর মাইজদীর বাসায় এ শুভেচ্ছা জানান তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর পা-ছুঁয়ে সালাম করে তাকে ফুল দেন নৌকার বিদ্রোহী ওমর ফারুক। মোহাম্মদ আলী হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়ার সংসদ সদস্য আয়েশা আলীর স্বামী। তিনি ওই নির্বাচনে নৌকার পক্ষের সমন্বয়ক ছিলেন।

চরজব্বরের ঘোষিত ফলাফলে দেখা গেছে, আনারস প্রতীকের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক ১৬ হাজার ১২১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৯৬৮ ভোট।

সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী বলেন, এটা দলের অভ্যন্তরীণ বিষয়। সে যেহেতু জয়লাভ করেছে অব্যাহতির বিষয়টি দলের ফোরামে আলোচনা করা হবে।

এটা ভবিষ্যতের জন্য বিদ্রোহীদের প্রশ্রয় দেওয়া কি-না জানতে চাইলে জেলা আওয়ামী লীগের এ নেতা বলেন, সবাইতো আমরা আওয়ামী লীগ করি।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, ওমর ফারুককে পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও সিদ্ধান্তের চিঠি কেন্দ্রে পাঠানো হয়নি।

তাহলে অব্যাহতির বিষয়টি লোক দেখানো কি-না জানাতে চাইলে অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, দলীয় সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে অ্যাডভোকেট ওমর ফারুককের সঙ্গে কথা বলতে ফোন করা হলে মিটিংয়ে আছি বলে সংযোগ কেটে দেন। পরে আবার ফোন করলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি।

নিউজটি শেয়ার করুন

চেয়ারম্যান হওয়ায় বিদ্রোহীকে নৌকার সমন্বয়কের শুভেচ্ছা

আপডেট সময় ০৯:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২

নোয়াখালীর সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ী চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুককে শুভেচ্ছা জানিয়েছেন নৌকার সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী। এ নিয়ে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক নৌকার বিরুদ্ধে নির্বাচন করায় তাকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে অব্যাহতিসহ দল থেকে বহিষ্কারের সুপারিশও করা হয়েছিল।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে হাতিয়ার সংসদ সদস্য আয়েশা আলীর মাইজদীর বাসায় এ শুভেচ্ছা জানান তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর পা-ছুঁয়ে সালাম করে তাকে ফুল দেন নৌকার বিদ্রোহী ওমর ফারুক। মোহাম্মদ আলী হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়ার সংসদ সদস্য আয়েশা আলীর স্বামী। তিনি ওই নির্বাচনে নৌকার পক্ষের সমন্বয়ক ছিলেন।

চরজব্বরের ঘোষিত ফলাফলে দেখা গেছে, আনারস প্রতীকের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক ১৬ হাজার ১২১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৯৬৮ ভোট।

সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী বলেন, এটা দলের অভ্যন্তরীণ বিষয়। সে যেহেতু জয়লাভ করেছে অব্যাহতির বিষয়টি দলের ফোরামে আলোচনা করা হবে।

এটা ভবিষ্যতের জন্য বিদ্রোহীদের প্রশ্রয় দেওয়া কি-না জানতে চাইলে জেলা আওয়ামী লীগের এ নেতা বলেন, সবাইতো আমরা আওয়ামী লীগ করি।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, ওমর ফারুককে পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও সিদ্ধান্তের চিঠি কেন্দ্রে পাঠানো হয়নি।

তাহলে অব্যাহতির বিষয়টি লোক দেখানো কি-না জানাতে চাইলে অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, দলীয় সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে অ্যাডভোকেট ওমর ফারুককের সঙ্গে কথা বলতে ফোন করা হলে মিটিংয়ে আছি বলে সংযোগ কেটে দেন। পরে আবার ফোন করলে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি।