কোম্পানীগঞ্জে মিশুক চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কোম্পানীগঞ্জ সংবাদদাতা
- আপডেট সময় ০৪:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ১৫১২ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধানক্ষেত থেকে মিশুক (ব্যাটারী চালিত রিকশা) চালক বলরামের (১৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোববার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বকসি ব্যাপারী বাড়ির সামনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বলরাম কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সনাতন মহাজন বাড়ির লনি গোপালের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের ব্যাটারী চালিত মিশুক গাড়ি উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
স্থানীয় সূত্র জানায়, বলরাম ভাড়ায় চালিত মিশুক চালাত। প্রতিদিন রাতে চরহাজারী বোর্ড অফিসের সামনে অটো রিকশা গ্যারেজে মিশুক জমা দিলেও রোববার রাতে সে গ্যারেজে আসেনি।