‘ঢাকাস্থ কোম্পানীগঞ্জ ফোরাম’ নোয়াখালীর কার্যকরী পরিষদের এক সভা শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল ভিউর রুপটপের বার্ডস আই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
এতে ফোরামের সভাপতি ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ ফারুকীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আবদুল মোতালেব, আবদুল করিম সাথি, হাফিজ সিদ্দিকী, মোহাম্মদ হোসাইন, আবু ইউসুফ স্বপন, মোঃ নজরুল ইসলাম, নুরুল ইসলাম ইফতেখার, তাজউদ্দিন জাহাঙ্গীর, সামছুদ্দিন পারভেজ, সাংবাদিক মাসুদ আলম, মাকসুদ জামিল, হাফেজ জহির, মোঃ সেলিম, মোঃ ফয়সাল, যুবাইর ইসলাম ফারুকীসহ সকল সদস্যরা উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।
সভায় মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধ সমুন্নত রেখে মানবসেবায় ফোরামকে কাজে লাগানোর জন্য যে কোন পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহু দরবারে মোনাজাত করেন হাফেজ মোহাম্মদ জহির।