নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি মৎস্য প্রজেক্ট থেকে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে মির্জানগর গ্রামের একটি মৎস্য প্রজেক্টে তার মৃত্যু ঘটে। মৃত জাহাঙ্গীর আলম (৫০) নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত শামসুল হকের পুত্র।
পুলিশ জানায়, মারা যাওয়া রিকশাচালক মৃগী রোগী ছিলেন, তিনি দীর্ঘদিন থেকে এ রোগে ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিকশাচালক জাহাঙ্গীর আলম রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মৃগী রোগে আক্রান্ত হয়ে নাটেশ্বর ইউনিয়নের মির্জা নগর গ্রামের পাটোয়ারী বাড়ি সংলগ্ন সড়কের পাশে একটি মাছের প্রজেক্টে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।