করোনা আতঙ্কে বন্ধ ছিল দীঘির ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির শুটিং। আজ থেকে এফডিসিতে আবারও শুটিং শুরু হচ্ছে এ ছবির। এমনটিই জানিয়েছেন দীঘি নিজে। তিনি বলেন, ‘অবশেষ ছবির শুটিং করতে যাচ্ছি ভেবে ভালোই লাগছে। নতুন যাত্রাপথে সবার দোয়া ও ভালোবাসা চাই।’ দীঘি আরও জানান, ছবির কাস্টিং ডিরেক্টর শামীম আহমেদ রনি ২ সেপ্টেম্বর জ্বর-সর্দিতে আক্রান্ত হন। তখন সবাই সন্দেহ করেছিল, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই সবার নিরাপত্তার স্বার্থে শুটিং বন্ধ করা হয়। তবে গত শুক্রবার রনির করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এলে পুনরায় শুটিং শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।