ফেনীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে মেসার্স আলী ফুড ও দৌলত ফার্মেসীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, ফেনী শহরের ট্রাংক রোডস্থ দৌলত ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বেশ কয়েক ধরনের মেয়াদোর্ত্তীণ ঔষধ জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইদিন ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকায় কয়েকটি কারখানায় অভিযান চালানো হয়।
এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির দায়ে আলী ফুড নামক একটি বেকারির ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফেনীস্থ ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা ডিজিটাল নোয়াখালীকে অভিযানের সত্যতা নিশ্চিত করেন।