লেখকঃ আব্দুল হাকিম
জীবন মানে যন্ত্রনা নয় ফুলের বিছানা
সে কথা সহজে কেউ মানতে চায় না
চোখ মেলে যে দেখে না কাঁচের দেয়াল ভাঙ্গে না
কত কঠিন পৃথিবী সে বুঝতে পারে না
সময়ের সাথে সবাই হার মেনে যায়
আঘাতে আঘাতে ব্যর্থ আসাচে স্বপ্ন হারায়।
পথে যে নামে না প্রতিবাদ করে না
অনিয়মের নিয়ম সে তো ভাংতে পারে না,
মানুষ বেঁচে থাকার জন্য এবং জীবনকে সক্রিয় রাখার জন্য সংগ্রাম করে নিশ্চয়।
যার জন্য সাধনার প্রয়োজন,সংগ্রাম প্রয়োজন
আবেগের বহিঃভূত হয়ে কান্নাকাটি করে নিজেকে শেষ করে নয়।
জীবন উপভোগ করতে হবে এখন ও সময় যে বাকি
জীবন মানেই যুদ্ধ
জীবন মানেই উপভোগ
আশা রাখুন সংগ্রাম করুন
আলোর পথ অবশ্যই দেখবেন
ইংরেজদের উন্নয়নের মূল অস্ত্র হলো সততা ও পরিশ্রম। প্রবাদ আছে সততায় সর্বোৎকৃষ্ট পন্থা, এবং পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
জীবন যোদ্ধারা ভালো থাকবেন
সংগ্রামী যোদ্ধারা সুস্থ থাকবেন
জীবন যোদ্ধা সৈনিকরা টিকে থাকুন, জীবন ভরে।