নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি বলেন, ওই দিন সুস্থ হয়েছে ৪৬ জন। এনিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮০৯ জন, মৃত্যু হয়েছে ৫৭ জন ও সর্বমোট সুস্থ হয়েছেন ১৮৮৪ জন। এখন পর্যন্ত জেলায় মোট ১৩ হাজার ৯২৮ জনের নমুনা প্রেরণ করে ১৩ হাজার ৬০৩ জনের ফলাফল এসেছে।
তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া ৮৬৮ জনকে নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
নোয়াখালীর করোনা আক্রান্তের সংখ্যায় উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, সদর উপজেলায় ৮০৬ জন, বেগমগঞ্জে ৭৩৭ জন, চাটখিলে ১৫২ জন, সোনাইমুড়ীতে ১৫২ জন, কবিরহাটে ৩৩৩ জন, কোম্পানীগঞ্জে ২১০ জন , সেনবাগে ১২৮ জন, হাতিয়ায় ৯৩ ও সুবর্ণচরে ১৯৮ জন।